ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত ‘সিভিল ডিস্কোর্স ন্যাশনালস ২০২৫’ বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের ফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে।
৬৪টি দল ও দেশের বিভিন্ন স্কুল-কলেজের ২০০-রও বেশি শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ১৬টি দল এলিমিনেশন রাউন্ডে অংশগ্রহণ করে।
স্কুল পর্যায়ের ফাইনালে মুখোমুখি হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।
ওপেন ক্যাটাগরির ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
আগামী মঙ্গলবার (৮ জুলাই) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Source: ঢাকা পোস্ট

