ঢাকা কলেজে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘গণতন্ত্রের কন্ঠস্বর, পুনঃচিন্তার বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দ্য বাংলাদেশ ডায়লগ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬৪টি বিতার্কিক দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টায় কলেজের আ ন ম নজিব উদ্দিন খুররম অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার এবং দ্য বাংলাদেশ ডায়লগের নির্বাহী পরিচালক রুবাইয়াত মান্নান রাফি।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু বকর সাঈম। এছাড়াও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সদস্যরা সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “গঠনমূলক বিতর্কের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান সম্ভব। এ ধরনের আয়োজনের ক্ষেত্রে ঢাকা কলেজের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”

আয়োজকেরা জানান, বিতর্ক প্রতিযোগিতা মুক্তচিন্তা উপস্থাপনের এক উন্মুক্ত অঙ্গন, যেখানে ভিন্নমত থাকলেও অসহিষ্ণুতা থাকে না। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিতার্কিকরা গণতন্ত্রকে রূপদান ও গঠনদানকারী মৌলিক বিষয়গুলোতে পক্ষে ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। সুষ্ঠু নির্বাচন, বাকস্বাধীনতা, মানবাধিকার, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ও ন্যায়বিচারসহ নানা বিষয়ের উপর বিতর্ক অনুষ্ঠিত হয়।

Source: দ্য ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *