তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা ও মতপ্রকাশের অনুশীলনের প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হয়েছে ‘সিভিল ডিস্কোর্স ন্যাশনালস ২০২৫’ এর ফাইনাল রাউন্ড। দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি) এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) আয়োজিত এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল ঢাকা পোস্ট।
শনিবার (৫ জুলাই) ঢাকা কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতার দ্বিতীয় দিন ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৬৪টি দল ও দুই শতাধিক শিক্ষার্থী যুক্ত হন যুক্তির লড়াইয়ে। দ্বিতীয় দিনের এলিমিনেশন রাউন্ডে ১৬টি দল অংশ নেয়, যেখান থেকে উঠে আসে চূড়ান্ত পর্বের প্রতিযোগীরা।
স্কুল ক্যাটাগরির ফাইনালে মুখোমুখি হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।
ওপেন ক্যাটাগরিতে অংশ নেয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রতিটি পর্বেই অংশগ্রহণকারীরা সামাজিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গঠনমূলক ও যুক্তিপূর্ণ বিতর্ক উপস্থাপন করেন।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, “যুক্তি, শৃঙ্খলা ও মতপ্রকাশের স্বাধীনতা— এই তিনটি মাপকাঠিতে আমরা চাই নতুন প্রজন্ম আরও বেশি সচেতন হোক। সিভিল ডিস্কোর্সের মাধ্যমে তরুণেরা যে প্রজ্ঞা ও দায়বদ্ধতা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও জানান, আগামী ৮ জুলাই (মঙ্গলবার) বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Source: ঢাকা পোস্ট

