ঢাকা কলেজে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শেষ

‘গণতন্ত্রের কণ্ঠস্বর, পুনঃচিন্তার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ঢাকা কলেজে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। দ্য বাংলাদেশ ডায়ালগ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৪টি বিতার্কিক দল অংশ নেয়।

সংসদীয় পদ্ধতিতে আয়োজিত এই বিতর্কে অংশগ্রহণকারীরা গণতন্ত্রের বিভিন্ন মৌলিক বিষয়, সুষ্ঠু নির্বাচন, বাকস্বাধীনতা, মানবাধিকার, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র ও ন্যায়বিচারসহ নানা বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন।

শুক্রবার (৪ জুলাই) সকালে কলেজের আ ন ম নজিব উদ্দিন খুররম অডিটোরিয়ামে প্রধান অতিথি ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার এবং দ্য বাংলাদেশ ডায়ালগের নির্বাহী পরিচালক রুবাইয়াত মান্নান রাফি।

দুই দিনের এই আয়োজনের সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহাদাত হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু বকর সাঈম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “গঠনমূলক বিতর্কের মধ্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। এ ধরনের উদ্যোগে ঢাকা কলেজ ভবিষ্যতেও সহযোগিতা করবে।”

আয়োজকেরা জানান, বিতর্ক প্রতিযোগিতা মুক্তচিন্তা প্রকাশের একটি উন্মুক্ত ক্ষেত্র—যেখানে মতের ভিন্নতা থাকলেও অসহিষ্ণুতা থাকে না।

Source: বণিক বার্তা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *